ঋনকর্মসূচি
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের ঋণ দিয়ে থাকে।
১) ব্যক্তি ঋণ।
২) গ্রুপ ঋণ
ব্যক্তি ঋন/যুব ঋনঃ- শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের পর লাভজনক প্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয়। বযক্তি শ্রেণী ঋন আবার দুই প্রকার।
১) প্রাতিষ্ঠানিকঃ প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ কারীর অনুকূলে যে ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান সর্বোচ্চ ৭০০০০/ হাজার টাকা।
২) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন গ্রহণকারি যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য সর্বোচ্চ ২৫০০০/ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয়।
সফল ভাবে ঋন পরিশোধ কারীকে ৩বার ঋন প্রদান করা হয়। ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ১০% যা ক্রমহ্রাস মান হারে ৫% এ নির্ধারিত হয়।
যোগা যোগের ঠিকানাঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, সাতক্ষীরা ।
গ্রুপঋন
পরিবারে সদস্যদের নিয়েগ্রুপ গঠন করে এ প্রকারের ঋন দেয়া হয়। এ ঋণ পরিবার ভিত্তিক প্রদান করা হয়। পারিবারিক ঐতিহ্য রক্ষা ও মুল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রিতি, শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রাধান্যদিয়ে স্বকর্ম সংস্থান সৃষ্টিই এ প্রকার ঋণকর্মসূচির মুল লক্ষ্য।
কর্মসূচির আওতায় ৫ জন সদস্য নিয়ে ১টি গ্রুপ এবং ৮-১০ টি গ্রুপনিয়ে ১টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি সদস্য ১ম দফায় ৮০০০/ টাকা করে ঋন পায় ৩সপ্তাহ গ্রেস পিরিয়ড বাদে ৫০সপ্তাহে এ ঋণ পরিশোধ করতে হয়। পরিশোধের পর ধারাবাহিক ভাবে ৫ম দফা পর্যন্ত ঋন দেয়া হয়। প্রতি দফায় ঋণের পরিমান ২০০০০/ টাকা করতে বৃদ্ধি পায় অর্থাৎ ৫ম দফায় একজন ঋন গ্রহিতা ১৬০০০/ টাকা ঋন পায়। যদি ১টি পরিবারের ৫জন সদস্য থাকে তবে সে পরিবার ৫ম দফায় ৮০০০০/ টাকা ঋন পায়। সার্ভিস চার্জ ৫% ।
৫ম দফা পরিশোধের পর ১টি গ্রুপের ১জন সদস্যকে এন্টারপ্রাইজ ঋণ প্রদান করা হয়। যার পরিমান ৩০০০০/ টাকা-৫০০০০/ টাকা পর্যন্ত হয়ে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ কলারোয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
যুব সংগঠন তালিকাভূক্তি করণঃ
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে বিভিন্ন অর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্ত করণের দ্বায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করে থাকে।যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী হিসেবে যুব সংগঠন তালিকা ভূক্তি করে।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।
যুব সংগঠনকে অনুদানপ্রদানঃ
যুব সংগঠন সমূহকে দেশ গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহাবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়। তাছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকে ও অনুদান দেয়া হয়
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা া।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।
সার্ক ইয়ূথ এ ওয়ার্ডুদক্ষিণ এশীয় অঞ্চলে যুবদের সৃজনশীল ও অনুকরণীয় যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সাল থেকেচ সার্ক ইয়ূথ এ ওয়ার্ডচ স্কীম চালু করা হয়। বাংলাদেশে এ ওয়ার্ড প্রদান করা হয়।
যোগা যোগেরঠিকানা- পরিচালকে( বাস্তবায়ন) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক( জেলা কার্যালয় সাতক্ষীরা )
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
কমুন ওয়েলথ ইয়ূথ এ ওয়ার্ড প্রাদান-
যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান । সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয় ন্মূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্পভিত্তিক কমিউনিটি ডেভলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বাংলাদেশী যুব/ যুব সংগঠনকে কমনওয়েলথ ইয়ূথ এ ওয়ার্দ প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- পরিচালকে( বাস্তবায়ন) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক( জেলা কার্যালয়)।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
জাতীয় যুব পুরস্কার-
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক আত্বকর্ম সংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে সে সকল যুব/যুব মহিলা প্রকল্প গ্রহন কারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্যথেকে জাতীয় যুব পুরস্কা রপ্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালক
উপ-পরিচালক( জেলাকর্যালয়)।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS