টাঙ্গন নদী
টাঙ্গন নদী পীরগঞ্জ উপজেলার প্রধান নদী। ইহা ঠাকুরগাঁও সদরের নিশ্চিন্তপুর এলাকা হয়ে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব মৌজা দিয়ে প্রবেশ করেছে।ইহা উপজেলার কোষাডাংগীপাড়া, কোষারাণীগঞ্জ, কোষাভবানীপুর, ভামদা, বাজারদেহা, মালঞ্চ, মছলন্দপুর, সাগুনী, বানুয়াপাড়া, চকবাসুদেবপুর, করনাই, মাধবপুর, বৈরচুনা ও জগন্নাথপুরকে বিধৌত করে দিনাজপুর জেলার বিরল উপজেলায় প্রবেশ করেছে।
লাচ্ছি নদী
লাচ্ছি নদী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আর একটি উল্লেখযোগ্য নদী। বর্তমানে এ নদীর অস্তিত্ব শুধুমাত্র বর্ষাকালে পরিলক্ষিত হলেও প্রাচীনকালে ইহা ছিল ক্ষরস্রোতা ও বছরব্যাপী বহমান। লাচ্ছি নদী পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের প্রসিদ্ধ কাচনা বিল থেকে উৎপত্তি হয়ে সেনুয়া মৌজার সোটাপীর দিয়ে উপজেলার বেগুনগাঁও, ভেলাতৈড়, জগথা, গুয়াগাও, পাড়িয়া, চাপোড়, সাগুনী হয়ে টাঙ্গন নদীতে পতিত হয়েছে। এ নদীকে অতীতে খড়া নদী নামেও ডাকা হত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS